তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অবস্থানকে কটাক্ষ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, এ যেন ভূতের মুখে রাম নাম।”
বুধবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, আদালতে তারা যুক্তি তুলে ধরেছেন যে, দেশের বর্তমান প্রেক্ষাপটে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, “আমরা চাই দেশে এমন একটি নির্বাচন হোক, যেখানে আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো ভাই বা সন্তান স্বজন হারিয়ে না কাঁদে। আর কখনো রক্ত দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায় করতে না হয়।”
তিনি আরও বলেন, এক সময়ের সরকার বলতো অনির্বাচিত কারও হাতে দেশের ক্ষমতা থাকতে পারে না। অথচ, সেই আওয়ামী লীগ সরকার নিজেই একসময় অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেছিল। এখন যখন তারা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছেন, তখন সেটিকে তিনি ব্যঙ্গ করে বলেন, “এ যেন ভূতের মুখে রাম নাম।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তত্ত্বাবধায়ক ব্যবস্থার সমর্থক বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা তো আগে থেকেই এ ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন তারাও তত্ত্বাবধায়ক সরকার চান—এটি একটি বড় রাজনৈতিক বাস্তবতা।”
উল্লেখ্য, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালে সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের মাধ্যমে বাতিল করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ফের জোরালো হয়েছে।