রবিবার, ২০ জুলাই ২০২৫,
৫ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২০ জুলাই ২০২৫
রাজনীতি
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে হেফাজতের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 19 July, 2025, 7:33 PM  (ভিজিট : 54)

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশারের কার্যালয়ের মিশন স্থাপনের লক্ষ্যে করা সমঝোতা স্মারক স্বাক্ষরের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ৷ অবিলম্বে সমঝোতা বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

আজ শনিবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা সাজেদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে বলা হয়, ‘দেশের ওলামায়ে কেরাম ও ইসলামি দলগুলোর টানা প্রতিবাদ-বিক্ষোভ ও উদ্বেগ সত্ত্বেও অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তিতে সই করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নাগরিকদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করে কোনো স্পর্শকাতর ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না সরকার। অবিলম্বে এ চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মার্কিন স্বার্থে তাঁবেদার জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে হতে দেওয়া যায় না। এটা এদেশের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।’ 

এতে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেই দেখা যায়। সেই অফিস এখন আমাদের দেশে হওয়াটা সম্মানজনক নয়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে তাদের অফিস করতে চাওয়াটা রহস্যজনক। এছাড়া জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়িত হলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এদেশে কোনো দরকার নেই। অন্তর্বর্তী সরকারের উচিত সময় নষ্ট না করে জুলাই বিপ্লবের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।’

রাজধানীর শাপলা চত্বরে হেফাজত নেতাদের ওপর চালানো হত্যাযজ্ঞের প্রসঙ্গ তুলে ধরে সংগঠনের শীর্ষ নেতারা বলেন, ‘২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে নিরীহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের গণজমায়েতের ওপর সংঘটিত বর্বর গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন আজ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। এ ছাড়া ফ্যাসিস্ট হাসিনার কথিত জঙ্গি নাটকসংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন নিয়ে কখনো তারা আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি। আমেরিকা ও ভারত সুযোগ করে না দিলে এদেশে রাষ্ট্র কর্তৃক কখনো কথিত জঙ্গিবাদ দমনের নামে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘন ঘটাতে পারত না।’ 

আ.দৈ/আরএস


   বিষয়:  ঢাকায়   জাতিসংঘের   মানবাধিকার   কার্যালয়   স্থাপন   নিয়ে   হেফাজতের   হুঁশিয়ারি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
২৫ উপজেলায় ন্যূনতম ভোটার দেখাতে পারেনি এনসিপি
ইরানে ফাঁসিতে ঝুলিয়ে ৩ ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের
ইবি শিক্ষার্থীর মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ
এনসিপির ফরিদপুরে পদযাত্রায় ব্যাপক অংশগ্রহণ
“আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ, নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ”
মাদারীপুরে এনসিপির পথসভা স্থগিত, বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝