চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৯ লাখ ৯৫ হাজার টাকার মোবাইল সেট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় রাত সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দরের দল তিন যাত্রীকে তল্লাশি করে।
তিনি বলেন, হয়রানি, সোনা ও অবৈধ দ্রব্যাদি চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্বের যে কোনো সময়ের তুলনায় অধিকতর সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে।
তিন যাত্রী হলেন- হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম। এ সময় উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন।
আ. দৈ./কাশেম