রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সিএনজি চালকেরা বিআরটিএর সামনে অবস্থান নেন। সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তাদের দাবি, ঢাকা মেট্রো নম্বরের সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি চলাচলের অনুমতি দিতে হবে।
ওসি আরও বলেন, আমরা বিক্ষোভকারী ও বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত এলে বোঝা যাবে।